Who are the martyrs in Islam | শহীদ কারা
শহীদ:
আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যে ব্যক্তি কাফেরদের হাতে নিহত হয়, তিনি হলেন প্রকৃত শহীদ। আল্লাহ তাআলার আদেশ-নির্দেশ সমাজে বাস্তবায়িত করার জন্য মুমিনগণ কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যেতে থাকে। আল্লাহর দেয়া দিন, বিধান ও আইন কে রক্ষা করার জন্য একজন মুমিন ব্যক্তি জিহাদে অংশ নেয়। এবং সেই সংগ্রাম বা যুদ্ধে যদি সে নিহত হয় তাহলে সে শহীদের মৃত্যু বরণ করে।
দুনিয়ার লোভ বা স্বার্থের জন্য জিহাদ:
সমাজের কিছু ব্যক্তি দুনিয়ার লোভ বা স্বার্থের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে। শুরু থেকে তাদের উদ্দেশ্য হয় দুনিয়ায় লোক দেখানো এবং সবাই তাকে "বাহাদুর" বলে উপাধি দিবে। এ ধরনের ব্যক্তি জিহাদের সময় মৃত্যুবরণ করলে আল্লাহ তা'আলা তাঁকে শহীদের মর্যাদা দেন না। বরং সে জাহান্নামে যাবে।
শহীদ এর প্রকারভেদ:
ইসলামী আলোচনায় এসেছে শহীদ দুই প্রকার। ১.আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে, ২.যারা আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে শহীদের মর্যাদা লাভ করবে।
শহীদের মর্যাদা:
আল্লাহ তাআলা বলেছেন- 'যারা আমার দিনকে হেফাজত করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, তাদের তোমরা মৃত বলো না বরং তারা শহীদ এবং আমার কাছে রিযিকপ্রাপ্ত'। শহীদদের জানাজারের আগে গোসল করাতে হয় না। রক্তঝরা শরীরেই তাদের দাফন দিতে হয়। কিয়ামতের দিন তারা আল্লাহর দরবারে সেই অবস্থায় হাজির হবে।
প্রকৃত শহীদ ছাড়াও যারা শহীদের মর্যাদা পাবে:
আল্লাহ তা'আলা প্রকৃত শহীদদের সহ আরো কিছু ব্যক্তিদের শহীদের মর্যাদা দেবেন। যে ব্যক্তিরা এ মর্যাদার অধিকারী হবেন তারা হল- মহামারীতে, পানিতে ডুবে,অন্যায় ভাবে কাউকে হত্যা করলে, আগুনে পুড়ে, পেটের রোগে, অন্যায় প্রতিবাদ করতে গিয়ে (ঈমানের সঙ্গে) মারা যায় সেও শহীদ হবে। এছাড়া কেউ যদি তাঁর দ্বীনকে হেফাজত করতে গিয়ে মৃত্যুবরণ করে তাহলে সেও শহীদের কাতারে দাঁড়াবে।
শহীদি মৃত্যুর জন্য দোয়া করা:
মহান আল্লাহ তায়ালা আমাদেরকে শহীদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমরা যেন শহীদের মৃত্যু বরণ করে আল্লাহর দরবারে হাজিল হতে পারি।
Little Known Ways to [Desirable Outcome]
Here you want to write a short paragraph that quickly explains exactly what your product/service is and how it’s the perfect solution for your potential customers
Benefit 01 Title
What does the customer get from buying your product or service.
Benefit 02 Title
To find benefits, ask yourself: “What result will they obtain?
Benefit 03 Title
Take one of the features of your offer and add “this will allow you to…”